বিশেষ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় ইমাম প্রশিক্ষণ একাডেমি ও ইসলামিক মিশন কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে, ইমামদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ আগষ্ট রবিবার বিকাল ৪টায় গোপালগঞ্জ ইমাম প্রশিক্ষণ একাডেমি ভবনে ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে ও প্রশিক্ষণার্থী মোঃ জিহাদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জের (যুগ্মসচিব) ও জেলা প্রশাসক জনাব মুহাম্মদ কামরুজ্জামান, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট জনাব মোঃ আতাউর রহমান, গোপালগঞ্জ ইসলামিক মিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরাফুল ইসলামসহ আলো অনেকে।
এসময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামা, মসজিদের ইমাম-খতীব, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের অবদান তুলে ধরেন। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, গোপালগঞ্জ ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ২০২৫ সেশনে ১১৮৭ তম ব্যাচে ৭টি জেলা হতে মোট ১০৪ জন ইমামকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫