মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর শিবপুর মডেল থানার আওতাধীন এলাকায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে শিবপুর থানা পুলিশ। গত শনিবার রাতে শিবপুর থানা পুলিশ সৈকারচর এলাকার খোকা মিয়ার ছেলে মনিরুজ্জামানকে আটক করে। শিবপুর থানার ওসি মোঃ আফজাল হোসাইন এর সার্বিক দিকনির্দেশনায় এসআই হাসানের নেতৃত্বে একটি চৌকস পুলিশের টিম রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে মোবাইল ডিভাইসটি উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মনিরুজ্জামানের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলা নং- ০৩, তারিখ ০৩/০৮/২০২৫, দণ্ডবিধির পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/(২)/(৩)/(৪)/৮(৭) ধারা। তার হেফাজত থেকে অশ্লীল ও অনৈতিক কনটেন্ট সংরক্ষিত ডিভাইসটি জব্দ করা হয়।
এ ঘটনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন জানান, “এ ধরনের অপরাধ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তরুণ সমাজকে বিপথে চালিত করে। তাই অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “শিবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”
ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিবপুরবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫