সেলিম সানোয়ার পলাশঃ
রাজশাহীর গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন অপরাধ দমনের মাধ্যমে উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একজন কৌশলী পুলিশ কর্মকর্তায় পরিণত হয়েছেন।
মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং, আইন-শৃঙ্খলা শান্তি-রক্ষা, জুয়া, পারিবারিক কলহ’সহ বিভিন্ন সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক অপরাধ থেকে গোদাগাড়ী উপজেলাকে অপরাধমুক্ত করতে নানান কৌশল অবলম্ভন করে অল্প দিনের মধ্যেই গোদাগাড়ী উপজেলাবাসীর কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন ওসি রুহুল আমিন। তিনি হয়ে উঠছেন গোদাগাড়ী উপজেলার প্রিয় পুলিশ কর্মকর্তা। জনসেবায় ও আইন শৃঙ্খলা রক্ষায় তিনি যেন সকলের কাছে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
উপজেলায় মাদক মুক্ত, অপরাধ দমনে সার্বিক নিরাপত্তাদান ও কর্মতৎপরতা বৃদ্ধির মাধ্যমে পুলিশিং সেবার মানকে মানুষের কল্যাণে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, সাংবাদিক, বিট পুলিশিং কমিটি ও গ্রাম পুলিশের সহযোগিতায় সাহসিকতার সাথে বিভিন্ন অপরাধ ও সমস্যা মোকাবেলা করে পুলিশি সেবার মান সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়ে এরই মধ্যে তিনি সবার কাছে সমাদৃত।
ওসি রুহুল আমিন তাঁর সু-কৌশলী দক্ষতায় জনগনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে ‘পুলিশ জনগনের সেবক, সেবাই পুলিশের ধর্ম’, পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। গোদাগাড়ীকে বিভিন্ন মাদক ও অপরাধ মুক্ত করতে তিনি এবং তার অধিনস্থ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগন নিরলস কাজ করে যাচ্ছেন।
মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সাফল্য দেখিয়েছে গোদাগাড়ী থানা পুলিশ। থানা পুলিশের জোর তৎপরতায় গ্রেফতার হয়েছে থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
গোদাগাড়ী থানা সুত্রে জানা যায়, ওসি রুহুল আমিন যোগদানের পর এখন পর্যন্ত হেরোইন ১০ কেজী ২৪ গ্রাম, গাজা ২৪ কেজী ৬১০ গ্রাম, ফেন্সিডিল ১৫৭ বোতল, ইয়াবা ২ হাজার ৩ শ’ ৮৭ পিচ, চোলাই মদ ৪ শ’ ৯৫ লিটার, ট্যাপেন্টাডল ৪শ’ পিচ মাদক উদ্ধার করেছে। ৮১ টি মামলা ও ১০২ জনকে গ্রেফতার করেছে। রাজনৈতিক গ্রেফতার ৮২ জন। জি আর ওয়ারেন্ট নিস্পত্তি ৩০৭ টি, সি আর ওয়ারেন্ট নিস্পত্তি ৩৪৯ টি, জি আর সাজা ওয়ারেন্ট নিস্পত্তি ৫৫ টি, সি আর সাজা ওয়ারেন্ট নিস্পত্তি ১৬৯ টি।
রুহুল আমিন ওসি হিসেবে যোগদানের পর থানায় বিভিন্ন স্তরের দালালি নেই বললেই চলে। সাধারন মানুষ তাদের সমস্যা নিয়ে থানায় গেলে সরাসরি ওসি সাধারন মানুষের সাথে কথা বলে। বন্ধুসুলভ, জনমুখী ও হাসিঁমুখে সেবা দেয়ায় পুলিশের ভাবমূর্তি দিন দিন সমুন্নত হচ্ছে।
গা ডাকা দিয়েছে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীরা। পূর্বের যে কোন সময়ের চেয়ে অনেকটা শান্তিতে জীবন যাপন করছেন গোদাগাড়ীবাসী। সুদক্ষ ওসি তাঁর কৌশলী বুদ্ধিমত্তা দিয়ে অপরাধ দমনের ফলে জনমনে শান্তি বিরাজ করছে। থানা পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল এলাকা ও মসজিদ-মাদরাসায় সন্ত্রাস, বাল্য বিবাহ, মাদক, বেদখল, জুয়া, পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধ থেকে গোদাগাড়ী উপজেলাকে মুক্ত রাখতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এর সুফল ভোগ করছেন গোদাগাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫