গোলাম মোর্তবা শিকদার রিজু:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু এই কর্মসূচির উদ্বোধন করেন।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন বক্তব্য রাখেন।
বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মো. আব্দুস সালাম মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন।
বালিয়াকান্দির ৭টি ইউনিয়নে ৬ হাজার ৩০০ বিএনপির নেতাকর্মীদের সদস্য সংগ্রহ ও নবায়ন করা হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫