মানিক কুমার দাসঃ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মুনতাজ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
এ ব্যাপারে জানা গেছে, আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের বাখুন্ডা ব্রীজের ঢালে, মসজিদের পাশে রাস্তার উপর চন্দ্রপাড়া থেকে ছেড়ে আসা যশোরগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১১-০৭২৪) হঠাৎ ব্রেক ফেল করলে, গাড়ির ভেতরে থাকা যাত্রীরা বুঝতে পেরে আতঙ্কে একাধিক যাত্রী গাড়ি থেকে লাফিয়ে পড়েন।
এ সময় মুনতাজ (৪০),
পিতা: আলী আহমদ
মাতা: কুলসুম বেগম
সাং: তেজরোল,
থানা: কোতোয়ালি,
জেলা: যশোর,
গাড়ির সামনের দরজা দিয়ে লাফ দিলে বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
উক্ত গাড়িটি ঘটনাস্থল থেকে কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী অটোকে ধাক্কা দিলে অটোটি ভেঙে যায়। এতে অটোতে থাকা যাত্রীরা সামান্য আহত হন।
সংবাদ পেয়ে কানাইপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে আটক আছে। তবে বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫