সাজেদুর রহমানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় বেনাপোলে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে শার্শা উপজেলা যুবদল ও বেনাপোল পৌর যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভবারবেড় পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, ইয়াসিন মোল্লা লাফু, সদস্য মফিজুর রহমান পিন্টু ও সাইফুল ইসলাম আসাদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তুহিন, সদস্য আতিজ্জামান সনি, মহাসিন আলীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া এবং রকিবুল ইসলাম বকুলের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫