শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা দিয়ানত আলী মাস্টারের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল মরহুম দিয়ানত আলী মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হকসহ মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধু-বান্ধব।
পরে মরহুমের নামাজে জানাজা শেষে মালিগ্রাম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫