গোলাম রাব্বীঃ
রংপুরে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতারকৃত পাঁচ জন আসামির প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ জানায়, গত সপ্তাহে গংগাচড়া উপজেলার আলদাদপুর এলাকায় কটি হিন্দু পরিবারের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পরিবারটি চরম আতঙ্কে পড়ে। ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীরা গংগাচড়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক তদন্তে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে গংগাচড়া থানার ওসি বলেন, “এই হামলা পূর্বপরিকল্পিত। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার পেছনের মূল পরিকল্পনাকারী এবং মোটিভ উদঘাটনের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, হামলার ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। প্রশাসনের উদ্যোগে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন মানবাধিকার সংগঠন।
এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫