চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ হাজার ৪২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
গ্রেপ্তারকৃত ব্যক্তি , শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের জগন্নাথপুর ডাগাটোলার সামায়ুন ইসলাম ওরফে বিয়নের ছেলে ওয়াসিম (১৯)।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ আগস্ট ) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর পাঁকাটোলার একটি গ্রামীন সড়কে ৮ হাজার ৪২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়াসিম নামে এক জনকে গ্রেফতার করে র্যাবের একটি অভিযানিক দল।
র্যাবের জিজ্ঞাসাবাদে ওয়াসিম মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় র্যাব শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫