আরিফুল ইসলামঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোর রুম থেকে ১১টি সিলিং ফ্যান চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ সরকার (৫৭) ৩ জুন ২০২৫ তারিখে স্কুলের নতুন ভবনের ৪র্থ তলার স্টোর রুমে ১১টি বিআরবি ব্র্যান্ডের সিলিং ফ্যান সংরক্ষণ করেন। কিন্তু গত ২৩ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে স্টোর রুমে গিয়ে তিনি দেখতে পান, ফ্যানগুলো চুরি হয়ে গেছে।
এ ঘটনায় তিনি সন্দেহভাজন হিসেবে মোঃ শাকিল মিয়া (২১), পিতা- আঃ ছামাদ, সাং-বাগভান্ডার (ঝুঁকিয়া), ইউনিয়ন-ভুরুঙ্গামারীকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রধান শিক্ষক জানান, ধারণা করা হচ্ছে ৩ জুন থেকে ২৩ জুলাইয়ের মধ্যে যে কোনো এক সময়ে অভিযুক্ত যুবক ফ্যানগুলো চুরি করে নিয়ে গেছে।
অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার বলেন, “খবর পেয়ে আমি নিজে গিয়ে স্টোর রুম পরিদর্শন করেছি এবং প্রধান শিক্ষককে আইনের সহযোগিতা নিতে বলেছি।”
এদিকে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫