আলিফ হোসেনঃ
রাজশাহী তানোর পৌরসভার উদ্যোগ এবং নিজস্ব অর্থায়নে পৌর এলাকায় অবস্থিত উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা হিসেবে উন্নতমানের ছাতা বিতরণ করা হয়েছে।
জানা গেছে, চলতি মাসের ২৮ জুলাই সোমবার তানোর পৌর কার্যালয়ে ১২টি উচ্চ বিদ্যালয় ও ৪টি দাখিল মাদ্রাসার মোট ৯১০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে উন্নতমানের ছাতা বিতরণ করা হয়। এদিন তানোর পৌরসভার সহকারী প্রকৌশলী সরদার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তানোর পৌর প্রশাসক লিয়াকত সালমান।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবজাল হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী খাঁন, তানোর পৌরসভার প্রধান হিসাব রক্ষক আব্দুস সবুর ও কার্য্যসহকারী মাহাবুর রহমানপ্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫