মোঃ নাঈম ইসলামঃ
লালমনিরহাট রেলওয়ে স্টেশনের বিডিআর গেট এলাকায় দুইটি ট্রেনের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। রবিবার (২৮ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর অন্তঃনগর লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। এ সময় স্টেশনের বিডিআর গেট এলাকায় অপর একটি লাইনে অবস্থানরত লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন ঘোরানো হচ্ছিল। হঠাৎ করেই লোকাল ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেস ট্রেনকে ধাক্কা দেয়। এতে এক্সপ্রেস ট্রেনের দুটি বগি উল্টে যায় এবং আটজন যাত্রী আহত হন। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ঘটনার পর লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিডিআর গেট হয়ে পুরান বাজারগামী সড়ক যোগাযোগও বন্ধ হয়ে পড়েছে।
লালমনিরহাট রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, “ভুল সিগন্যালের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।”
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫