পাবনার চাটমোহরে গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করা হয়েছে। গত শনিবার (৭ আগষ্ট) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেষপুর গ্রামের
সড়কটি সংস্কার করা হয়। সড়কটির সংস্কারে সার্বিক সহযোগিতা করেছে মহেষপুর পিপিএস ক্লাবের সদস্যরা।
জানা গেছে, ৯০০ মিটার কাচা সড়কটি পাকাকরণ বা এইচবিবিকরণের জন্য গ্রামবাসী যুগ যুগ ধরে দাবি করে আসছেন। বিভিন্ন নির্বাচনের সময় চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তবায়ন হয়নি।
চাটমোহর-পাবনা মিনি মহাসড়কের পাশের সড়কটি দেখলে মনে হবে এটি ধানের জমি। কখনও সংস্কার করা হয়নি। এতে এ সড়ক ব্যবহারকারীরা বছরের পর বছর ভোগান্তিতে রয়েছেন।
স্থানীয় স্কুলের শিক্ষক আ. মজিদসহ অন্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষায় কাদা মাটিতে একাকার সড়কটিতে খানাখন্দকের সৃষ্টি হয়। চলতি মৌসুমের
শুরুতে টানা ভারী বর্ষণে সড়কটির অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। ফলে জরুরি প্রয়োজনে এ সড়কটির সংস্কারে এগিয়ে আসেন স্থানীয় পিপিএস ক্লাবের সদস্যরা ও গ্রামবাসী। সড়কটির সংস্কারে তাঁরা কায়িক শ্রমের পাশাপাশি নিজেদের টাকায় কেনেন ইট, সুরকি ও বালি।
সংস্কার কাজ করা মধ্যে পিপিএস ক্লাবের সভাপতি শাহরিয়ার সাগর জানান অনেকবার চেয়ারম্যান-মেম্বারদের বলা হয়েছে রাস্তাটি পাকাকরণের জন্য কিন্তু কোন কাজ হয়নি। আমরা নিরুপায় হয়ে মাটির সড়কটির ওপর ইট, সুরকি ও বালু ফেলে চলাচলের কিছুটা উপযোগী করেছি। একাজে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। ক্লাবের উপদেষ্টা শামীম হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য শাওন, জিয়া, সেলিম অগ্রনী ভূমিকা রেখেছে। গ্রামবাসীর সহায়তায় ৬০০ মিটার সড়ক সংস্কার করা হয়েছে।
মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম বকুল বলেন, ‘সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে পাকাকরণ করার জন্য দুইাটা প্রকল্পভুক্ত করা হয়েছে। সংসদ সদস্যের বিশেষ প্রকল্পে ও প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক প্রকল্পে রাস্তাটি দেওয়া আছে। টেন্ডার হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। যেটি আগে টেন্ডার হবে, সেটার কাজই আগে হবে। করোনার কারণে পিছিয়ে গেছে। কাজটি ত্রুত হবে বলে আশা করছি। ইতোপূর্বে ওই সড়কে কর্মসৃজন প্রকল্পের কাজ করা হয়েছে। ক্লাবের সদস্যরা বাড়ির সামনে কাদার মধ্যে কিছু ইটের সুরকি ফেলেছে।