ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ায় সন্দেহভাজন আসামিকে ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপপরিদর্শক (এসআই) হামলার শিকার হয়েছেন। আওয়ামী লীগের এক নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে এ হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরেরর দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও তাঁর ছেলেকে আটক করেছে।
আহত পুলিশ সদস্যের নাম ইসরাফিল হোসেন (৪৮)। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, আহতের পিঠে ধারালো অস্ত্রের দুটি চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, মামলার আসামি ধরতে গেলে ডিবি পুলিশের এসআই ইসরাফিলকে কুপিয়ে আহত করা হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহভাজন আসামি গ্রেপ্তারের অভিযানে গিয়ে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা হারুন-উর-রশিদ (৫০) ও তাঁর ছেলে প্রণয় (২৫)–কে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহর আওয়ামী লীগের সহসভাপতি হারুন-উর-রশিদকে গ্রেপ্তারে ডিবি পুলিশ তাঁর বাড়ি ঘেরাও করে। পুলিশের একটি দল ভেতরে প্রবেশ করলে তাঁর ছেলে প্রণয় এসআই ইসরাফিল হোসেনের পিঠে ধারালো বটি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম নিশ্চিত করেছেন, আহত পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানান ডিবি পুলিশের ওসি মুরাদ হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫