মোঃ নাঈম ইসলামঃ
রংপুর সদর উপজেলার সিও বাজার বিজিবি ক্যাম্পের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়েছে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আলিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ সামনে একটি মোটরসাইকেল চলে এলে চালক বাসটি নিয়ন্ত্রণে রাখতে না পেরে রাস্তার পাশে খাদে ফেলে দেন। ঘটনার পরপরই স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে একই হাসপাতালে ।
রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "বাসটি পঞ্চগড় থেকে ছেড়ে রংপুর হয়ে ঢাকা যাচ্ছিল। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলছে। চালক ও হেলপার ঘটনার পর পালিয়ে গেছে।"
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫