শামসুর রহমানঃ
মাগুরা শালিখা থানা পুলিশ গতকাল ২৪ জুলাই রাতে এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার হরিশপুর গ্রামের সোনালী খাতুন (৩৮) হত্যা মামলার আসামি সোনালীর স্বামী মিজানুর রহমান কে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে শালিখা থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে শালিখা থানা পুলিশ।
এতে উল্লেখ করা হয়,পারিবারিক কলহের জের ধরে গত ১২জুলাই সকাল ৭টার দিকে মিজানুর রহমান তার স্ত্রী সোনালী খাতুনকে শারীরিক নির্যাতন করেন ও এলোপাতাড়ি কিলঘুষি ও লোহার রড (শাবল) দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার স্ত্রী সোনালী খাতুনের মৃত্যু হয়।
উপজেলার তালখড়ি ইউনিয়নের ছান্দাড়া গ্রামের লতিফ মন্ডলের মেয়ে। বিশ বছর আগে একই উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের (হুগলাডাঙ্গা পাড়ার) মৃত লতিফ মোল্লার ছেলে মোঃ মিজানুর মোল্লার সঙ্গে পারিবারিক ভাবে তার বিয়ে হয়। তাদের সংসারে ২০ বছর বয়সের ছেলে ও ১১ বছর বয়সের কন্যা সন্তান থাকা সত্ত্বেও কি এমন ঘটনার সম্মুখীন হলেন যে নিজেই স্ত্রীকে শাবলের আঘাতে হ"ত্যা করলেন।
এলাকা সূত্রে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন,ও বিষয়টা তদন্ত করেন, এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। এ ব্যাপার ভিকটিম (মৃত) সোনালী খাতুন ওরফে স্বরনালী (৩৮) এর বড় ভাই উপজেলার ছান্দড়া গ্রামের মজিদ মোল্যার ছেলে আবু দাউদ (৪৫) বাদী হয়ে শালিখা থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শালিখা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া জানান, মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা স্যারের নির্দেশনায় শালিখা থানা পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তি মাধ্যমে মামলা তদন্ত করেন, এসআই আনোয়ার হোসেন, এসআই বাপ্পি দে,ও আনোয়ার হোসাইন সঙ্গীয় ফোর্স সহ আসামী মিজানুর মোল্লাকে ফরিদপুর জেলার সালথা থানাধীন মাজার দিয়া ইউনিয়নের মরুটিয়া গ্রামের শহিদুল মাতব্বর পিতা লালন মাতব্বরের বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামি কে মাগুরা জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫