আজকের তারিখ : জুলাই ২৭, ২০২৫, ১২:১৬ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৫, ২০২৫, ৭:০৯ পি.এম
নড়াইলে জমির সীমানা নিয়ে বিরোধে মহিলাকে মারধরের অভিযোগ

রনি আহমেদ রাজুঃ
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী গ্রামে বসতবাড়ির জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে এক নারী ও তার মেয়েকে স্যান্ডেল ও জমির সীমানা পিলার দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হচ্ছেন একই গ্রামের নজির মোল্লা, পিতা: সত্তার মোল্লা।
ভুক্তভোগী স্নিগ্ধা পারভীন (সিন্ধা) জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নজির মোল্লা এসে তাকে এলোপাতাড়ি স্যান্ডেল দিয়ে মারধর শুরু করেন। এরপর তার মা সোহেলী সুলতানা বাধা দিতে এলে নজির ও তার পরিবারের সদস্যরা মিলে পিলার দিয়ে আঘাত করেন।
সিন্ধার অভিযোগ, নজিরের স্ত্রী শিরিন ও মেয়ে রিম তাকে ও তার মাকে আটকে রাখে এবং নজির মোল্লা তখন পিলার দিয়ে আঘাত করে। সে সময় স্থানীয় মেম্বার জাহিদুল ও রফিকুল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কোন প্রকার প্রতিবাদ বা বাধা দেননি বলে অভিযোগ করেন তিনি। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে নজির তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে।
সোহেলী সুলতানা বলেন, আমার স্বামী মোক্তার মোল্যার মৃত্যুর পর থেকে নজির মোল্লার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে। দীর্ঘ ২৫ বছর ধরে আমরা এই সমস্যা মোকাবিলা করছি। এখন আমাদের ওপরে শারীরিক হামলা পর্যন্ত করা হয়েছে।
অভিযুক্ত নজির মোল্লা সাংবাদিকদের মোবাইল ফোনে বলেন, আমি কাউকে মারধর করেছি কিনা আপনি এসে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন দেখেন। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha