সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন এলাকায় গবাদি পশুর লাম্পি স্কীন ডিজিজ রোগ দেখা দেওয়ায় প্রতিরোধ ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রাণী সম্পদ দপ্তর গবাদিপশুর লাম্পি স্কীন ডিজিজ রোগ প্রতিরোধের ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু করেছে।
বুধবার সকালে কালুখালীর মাজবাড়ী ইউনিয়নে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিনেশন ক্যাম্প উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে কালুখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতন, উপসহকারী প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতন জানান, পর্যায়ক্রমে কালুখালী উপজেলার সবগুলো ইউনিয়নের গবাদিপশুর লাম্পি স্কীন ডিজিজ রোগ প্রতিরোধে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প চালু করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫