আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরে পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ইলামদহী গ্রামে নিরহ এক কৃষকের জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক রেজাউল শাহ বাদি হয়ে একই গ্রামের খাইরুল ইসলামসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, রেজাউল শাহ্ তার মাতার রেকর্ড মূলে প্রাপ্ত সম্পত্তি দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।কিন্ত্ত গত ১৯ জুলাই শুক্রবার সকালে খাইরুল ইসলামের উপস্থিতি ও তার নির্দেশে আসামিগণ রেজাউলের রোপনকৃত ধানখেত নষ্ট করে জোরপূর্বক ফের ধান রোপণ করেছে।
এসময় রেজাউল বাধা দিতে গেলে আসামিরা তাকে ধাওয়া করে বাড়ির সামনে তাকে হত্যার উদ্দ্যেশে বাঁশের লাঠি, হাঁসুয়া দ্বারা এলোপাথারী মারধর করে। তার চিৎকারে প্রতিবেশী এসে তাকে বিধস্ত অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় গ্রামে বিবাদমান দুপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে জানতে চাইলে তানোর থানার(এসআই) উপ-পরিদর্শক মহাসিন আলী বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় ডাকা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে খাইরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে রেজাউল শাহ্ বলেন, তার মাতার রেকর্ড মূলে প্রাপ্ত সম্পত্তি দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে তারা ভোগদখল করে আসছেন।কিন্ত্ত গত ১৯ জুলাই শুক্রবার সকালে খাইরুল ইসলামের হুকুমে আসামিরা জোরপূর্বক জমি দখল ও তাদের মারপিট করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫