আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিষধর সাপের কামড়ে রুস্তম আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে ৭টার দিকে উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রুস্তম আলী ওই গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে রুস্তম আলী গৃহপালিত পশুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে হাসুয়ায় ধার দেওয়ার জন্য গোয়াল ঘরে ঢোকেন। সেখানেই এক বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিষিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ধারনা করা হচ্ছে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। # মোঃ আবদুস সালাম তালুকদার চাঁপাইনবাবগঞ্জ। ০১৭১৬-৯৬১৯৪০ ২১-০৭-২০২৫
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫