হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়ের জোটখালী গ্রামের বাসিন্দা আব্দুল গনি সুমন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
সুমনের পরিবার জানিয়েছে, তার চিকিৎসা ব্যয় বহনের সক্ষমতা তাদের আর নেই। ইতিমধ্যে ঢাকায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও কেমোথেরাপির জন্য লাখ লাখ টাকার খরচ হয়ে গেছে। এখন বাঁচার জন্য জরুরি অপারেশন ও দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য আরও কয়েক লাখ টাকা প্রয়োজন।
অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সুমনের স্ত্রী ও পরিবারের সদস্যরা সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন, যাতে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, “আমরা খুবই অসহায়। ছেলেমেয়ে নিয়ে কষ্টে আছি। সুমনকে বাঁচাতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫