আতিয়ার রহমানঃ
২১ জুলাই সোমবার বেলা ১১টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হলরুমে জন্ম নিবন্ধন, বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতান আক্তার উপস্থিত ১৪ টি ইউনিয়ন পরিষদের প্রশাসক (ইউপি সচিব) ও গ্রাম পুলিশের উদ্দেশে বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও গ্রাম পুলিশগণ সরকারের একটি অংশ সঠিক ভাবে জন্ম নিবন্ধনে সহযোগিতা সহ বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং রোধে সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার কথা বলেন তিনি। একটি আধুনিক ও সুন্দর উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও গ্রাম পুলিশের প্রতিনিধিগণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) পায়রা চৌধুরী সহ উপজেলার অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ। সভা শেষে উপজেলা মৎস্য অফিসের সামনে খোলা একুরিয়ামে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপন ও সংস্কার কাজের উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫