মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুরে দরিদ্র কৃষক রমজান আলী পটুর স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রমজান ও তার স্ত্রী মিলে সংসার গড়ে তুলেছেন। সেই সংসারে দুইটি গরু, পাঁচটি ছাগল ও বেশ কিছু হাস-মুরগিই ছিল তাদের স্বম্বল। আর এসব গৃহপালিত পশু নিয়েই তাদের স্বপ্ন ছিলো। কিন্তু শনিবার (১৯ জুলাই) দিবাগত গভীর রাতে আগুনে পুড়ে তাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। রমজান আলী উপজেলা সদরের লাহুড়িয়া গ্রামের মৃত্যু আব্দুস সামাদ শেখের ছেলে।
ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা যায়, এই ভিটা ছাড়া তাদের নিজেস্ব কোনো জমিজমা নেই। অন্যের জমিতে দিনরাত পরিশ্রম করে দুইটি গরু, পাঁচটি ছাগল ও বেশ কিছু হাস-মুরগি স্বম্বল হিসেবে পুঁজি করেছিল। কিন্তু এদিন রাত প্রায় দুইটার সময় দরিদ্র রমজান আলীর গোয়াল ঘরে আগুন লাগে, এতে জীবন্ত ভস্¥ীভূত হয়ে গেছে দুইটি গরু, পাঁচটি ছাগল ও বেশ কিছু হাস-মুরগি। তীল তীল করে গড়ে তোলা সহায় স্বম্বল আগুনে পুড়তে দেখে ছুটে যান রমজান আলীর স্ত্রী লাকী বেগম এবং আগুন নেবানোর চেষ্টা করেন। চেষ্টাকালে তার হাত পুড়ে গেছে। এই অগ্নিকান্ডে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং মশা তাড়ানোর কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান। একমাত্র সম্ভল শেষ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র কৃষক রমজান ও তার পরিবার।
ক্ষতিগ্রস্ত রমজান আলী পটু বলেন, ‘আমার সবকিছু শেষ হয়ে গেছে। সারা জীবন ধরে সম্বল হিসেবে যা করেছিলাম, সব শেষ হয়ে গেল, এখন আমি কি করবো। পার্শবর্তী বাসিন্দা লতিফুল খবির জানান, তাদের নিজেস্ব ভিটাটুকু ছাড়া আর কোনো জমিজমা নেই। আগুনে পুড়ে অসহায় এই পরিবারের সব শেষ হয়েগেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫