আসাদুর রহমান হাবিবঃ
১৯ জুলাই শনিবার দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা ও ৭টি ইউনিয়নে দিন ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।
জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদের স্মৃতি রক্ষায় দিনাজপুর জেলা প্রশাসকের নিজ উদ্যোগে জেলার ৯ টি পৌরসভা ও ১১৩ টি ইউনিয়নে ৮ লক্ষ্য বৃক্ষচারা রোপন কর্মসূচী পালনে ফুলবাড়ী উপজেলায় ১ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নে মোট ৫৬ হাজার বৃক্ষ রোপন কর্মসূচীর এ উদ্বোধন করা হয়।
উদ্বোধনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট দিনাজপুর নেজারত শাঁখা,ট্রেজারি শাঁখা,কল্যাণ শাঁখা,প্রটোকল অভ্র জ্যোতি বড়াল ও উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম,খাদ্য কর্মকর্তা শোহেল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আক্তারুজ্জামান,জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সোহানুর রহমান,ফুলবাড়ী পৌর প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা লুৎফুল হুদা চৌধুরী লিমন,বন কর্মকর্তা শহিদুর রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা রিতা রায় সহ উপজেলার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর দিকনির্দেশনায় উপজেলার পৌর ও ৭টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে গিয়ে নিজ হাতে বৃক্ষচারা রোপন উদ্বোধন করে ইউনিয়নের সকল কর্মকর্তা কর্মচারীদের উদ্যেশ্য করে বলেন দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়ের নিজ উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে দিনাজপুর জেলার ৯ টি পৌরসভা ও ১১৩ টি ইউনিয়নে মোট ৮ লক্ষ বৃক্ষ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে আমরা ফুলবাড়ী উপজেলায় মোট ৫৬ হাজার বনজ ফলজ ও বিভিন্ন ঔষধী গাছ লাগানোর উদ্বোধন করেছি আপনারা যারা ইউনিয়নের কর্মকর্তা কর্মচারীগণ আছেন সকলে মিলে ইউনিয়নের খেলার মাঠ সড়কের দু পাশে বৃক্ষচারা রোপন করবেন কারণ গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম এ সময় ইউনিয়ন চেয়ারম্যানগণদের গাছ রোপণ দেখভাল সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫