আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায়‘জুলাই-আগষ্ট শহিদদের আত্নার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার (১৯ জুলাই ২০২৫) শাহদৌলা সরকারি কলেজের হলরুমে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্টানে সভাপতিত্ব করেন বাঘা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শামীম হোসেন।
উপজেলা- পৌর ও শাহদৌলা সরকারি কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এবং শাহদৌলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই- আগষ্ট আন্দোলনের চেতনা ও উদ্দেশ্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত বছর গুলোতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মী জীবন বাজি রেখে দেশের স্বার্থে ভুমিকা রেখেছে। আগামীতেও তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় সাহসী ভুমিকা রাখবে বলে আশা করি। তিনি আরও বলেন,ছাত্র-জনতার বীরত্ব ও নেতৃত্বের মধ্য দিয়েই বিজয় অর্জন সম্ভব হয়েছে।
পরে জুলাই- আগষ্ট আন্দোলনের শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ছাত্রনেতা জুবাইদ হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার, যুগ্ম আহ্বায়ক জাহীদ হাসান,ফারুক আহমেদ,পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সেতু খান,মামুন হোসেন ও শাহদৌলা সরকারি কলেজ ছাত্রনেতা মিশন প্রমুখ।
প্রিন্ট