আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোর উপজেলা, পৌরসভা ও মুন্ডুমালা পৌর ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৯ জুলাই শনিবার বিকেলে গোল্লাপাড়া বাজার বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এবং জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেনের সভাপতিত্বে ও মুন্ডুমালা পৌর ছাত্রদলের আহবায়ক আজিমুদ্দিনের সঞ্চালনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন-জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ,
উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাফসান জানি হিমেল ও অলিউজ্জামান অলি, মুন্ডুমালা পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমন, উপজেলা ছাত্রদলের সদস্য রঞ্জু আহম্মেদ, আশিক, বিপ্লব ও তানোর পৌর ছাত্রদল নেতা হাসিবপ্রমুখ।
প্রিন্ট