ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রোববার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯১ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ১০ টায় বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড শ্রদ্ধাঞ্জলী পেশ করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষ্যে এক আলোচনা সভা ও গৃহিনীদের মাঝে সেলাই বিতরনের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতি ও প্রধানি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও থানা অফিসার্স ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটির সার্বিক পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার।
“বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভিক সহযাত্রী” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম, সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান ও মৎ্য অফিসার এসএম মাহমুদুল হাসান প্রমূখ।
সভাশেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৬জন প্রশিক্ষিত গৃহিনীর মাঝে একটি করে মোট ৬টি সেলাই মেশিন বীনামূল্যে বিতরন করা হয়। এসব সুবিধাভোগীরা হলেন-দিপ্তী আক্তার, জোসনা আক্তার, মুক্তা আক্তার, হোসনেয়ারা আক্তার, তাছলিমা আক্তার ও পেয়ারা বেগম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha