আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসনে অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে চরভদ্রাসন উপজেলা গেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
চরভদ্রাসন থানার এসআই রফিকুজ্জামানের নেতৃত্বে এসআই ওয়াছেক মিয়া, কনস্টেবল মো. জাহিদ এবং সালমান শাহ অভিযানে অংশ নেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন—উপজেলা গেটের পাশে আজাদের মোটরসাইকেল পার্টস দোকানের সামনে পাকা রাস্তায় মাদক কেনাবেচা হচ্ছে।
বিকেল ৩টা ৩৫ মিনিটে এমকে ডাঙ্গী এলাকায় অবস্থানকালে পুলিশ নিশ্চিত হয় যে মাদক কারবার চলছে। এরপর ৪টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. রুবেল মোল্যা (২৫), পিতা– মোজাফর মোল্যা, গ্রাম– ওসমান মোল্যার ডাঙ্গী, থানা– সদরপুর।
২. হেলাল ফকির (৩৩), পিতা– মৃত জলিল ফকির, গ্রাম– খালাসী ডাঙ্গী, থানা– চরভদ্রাসন।
পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের পর আসামিদের দেহ তল্লাশি করা হয়। উপস্থিত সাক্ষী মো. আজাদ (৪২) ও নির্মল বাড়ৈ (৪৩)-এর উপস্থিতিতে রুবেল মোল্যার প্যান্টের ডান পকেট থেকে “মেডিপ্লাস ডিএস” টুথপেস্টের খালি প্যাকেটে মোড়ানো অবস্থায় ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০,০০০ টাকা।
অপর আসামি হেলাল ফকিরের লুঙ্গির কোঁচর থেকে পলিথিনে মোড়ানো আরও ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ১৯,৫০০ টাকা। মোট উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ১৬৫ পিস, যার বাজারমূল্য প্রায় ৪৯,৫০০ টাকা।
বিকেল ৪টা ৩৫ মিনিটে পুলিশের উপস্থিতিতে আলামত জব্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সিলগালা করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং স্থানীয়দের তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চরভদ্রাসন থানার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে ইয়াবা বিক্রি করে আসছিল।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রিন্ট