আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়ালিদ হোসাইন (৩৮)-কে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ওয়ালিদ হোসাইন উপজেলার সদর ইউনিয়নের কে এম ডাঙ্গী এলাকার বাসিন্দা এবং ওয়াহেদ বেপারীর ছেলে।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউললাহ খান জানান, গোয়ালন্দ ঘাট থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১), ৩(খ) ধারায় দায়ের করা মামলায় ওয়ালিদ হোসাইন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে পুলিশ জানতে পারে, ওয়ালিদ নিজ বাড়িতে অবস্থান করছেন। এরপর এসআই ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, শনিবার সকালে ওয়ালিদ হোসাইনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রিন্ট