মোঃ নূর -ই- আলম (কাজী নূর)ঃ
মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৬৫তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় যশোর পৌরপার্কে ‘তির্যক’ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা সাহিত্য পরিষদের সভাপতি, লালন গবেষক, কবি সাইফুদ্দিন সাইফুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফাতিমা পারভীন ও এমএ কাসেম অমিয়।
মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি কবি ও গীতিকার ডা. মোঃ আহাদ আলীর সভাপতিত্বে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি ও গীতিকার ডা. মোকাররম হোসেন, এমএনএস তুর্কি, রবিউল হাসান, মুজিবুর রহমান, রশিদ শিমুল, জাকির হোসেন, এএফএম মোমিন যশোরী, মনোয়ার হোসেন, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি ও ছড়াকার রশিদ শিমুলের জন্মদিন উপলক্ষে বই ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি গাজী শহিদুল ইসলাম।
প্রিন্ট