ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রংপুরে সিও বাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, বহু আহত Logo ফরিদপুরে ড্যাব এর চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo গোমস্তাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু Logo শহীদ সাগরের ১ম মৃত্যুবার্ষিকী আজঃ শোক আর শূণ্যতায় কাতর বাবা-মা Logo ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরসহ নিহত ৩ Logo তানোরে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্ত প্রায় হাটুরে সেলুন Logo গোপালগঞ্জে নিহতের সংখ্যা পাঁচঃ তিন মামলায় আসামি আড়াই হাজার Logo জুলাই-আগস্টে শহীদদের স্মরণে মহম্মদপুরে বিএনপির মৌন মিছিল Logo যশোরে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৬৫তম সাহিত্য সভা অনুষ্ঠিত Logo গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে সাধারণ সভা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরসহ নিহত ৩

মাহমুদুর রহমান তুরানঃ

 

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদসহ তিনজন নিহত হয়েছেন। এ দুই দুর্ঘটনায় জামায়াতের ১০ কর্মীসহ মোট ১১ জন আহত হয়েছেন। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার হাইওয়ে এক্সপ্রেসওয়ে প্রবেশ মুখে ও সন্ধ্যায় মাইনদ্দিনের মোড় এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ (৫৫), একই উপজেলার জামায়াতকর্মী মোহাম্মদ আমানত শেখ (৫৫) ও ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের পাল্লা গ্রামের কাত্তিক চন্দ্র দাস।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. রাসেল জানান, রাত অনুমানিক ৩টার দিকে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মুখে একটি বাস দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে আরেকটি বাস দাঁড়িয়ে থাকা যানটিতে ধাক্কা দেয়। এ সময় পরপর তিনটি বাস ও একটি মুরগীবাহী পিকআপের ধাক্কায় সামনে থাকা যানগুলোতে ধাক্কা দেয়। এতে দাকোপ উপজেলা জামায়াতের আমির প্রাণ হারান। পরে চিকিৎসাধীন অবস্থায় দলটির আরেক কর্মী নিহত হন।

পুলিশের এ সদস্য বলেন, ‘আমরা দুটি বাস ও একটি পিকআপ জব্দ করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এদিকে, বুধবার সন্ধ্যায় ভাঙ্গার মাইনদ্দিনের মোড় এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশা রাস্তার পাশের খাদে পড়ে যায়। আহত হয় খাদে পড়া অটোরিকশাতে থাকা স্বামী-স্ত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে ভর্তি করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় স্বামী কাত্তিক চন্দ্র দাসের মৃত্যু হয়।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে সিও বাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, বহু আহত

error: Content is protected !!

ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরসহ নিহত ৩

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

মাহমুদুর রহমান তুরানঃ

 

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদসহ তিনজন নিহত হয়েছেন। এ দুই দুর্ঘটনায় জামায়াতের ১০ কর্মীসহ মোট ১১ জন আহত হয়েছেন। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার হাইওয়ে এক্সপ্রেসওয়ে প্রবেশ মুখে ও সন্ধ্যায় মাইনদ্দিনের মোড় এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ (৫৫), একই উপজেলার জামায়াতকর্মী মোহাম্মদ আমানত শেখ (৫৫) ও ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের পাল্লা গ্রামের কাত্তিক চন্দ্র দাস।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. রাসেল জানান, রাত অনুমানিক ৩টার দিকে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মুখে একটি বাস দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে আরেকটি বাস দাঁড়িয়ে থাকা যানটিতে ধাক্কা দেয়। এ সময় পরপর তিনটি বাস ও একটি মুরগীবাহী পিকআপের ধাক্কায় সামনে থাকা যানগুলোতে ধাক্কা দেয়। এতে দাকোপ উপজেলা জামায়াতের আমির প্রাণ হারান। পরে চিকিৎসাধীন অবস্থায় দলটির আরেক কর্মী নিহত হন।

পুলিশের এ সদস্য বলেন, ‘আমরা দুটি বাস ও একটি পিকআপ জব্দ করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এদিকে, বুধবার সন্ধ্যায় ভাঙ্গার মাইনদ্দিনের মোড় এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশা রাস্তার পাশের খাদে পড়ে যায়। আহত হয় খাদে পড়া অটোরিকশাতে থাকা স্বামী-স্ত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে ভর্তি করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় স্বামী কাত্তিক চন্দ্র দাসের মৃত্যু হয়।


প্রিন্ট