রিপন সরকারঃ
ঢাকার মিডফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রূপগঞ্জ উপজেলা যুবদল।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে আজ ১৯ জুলাই শনিবার সকালে উপজেলার মুড়াপাড়াস্থ রূপগঞ্জ প্রেসক্লাব চত্বরে সমবেত হন নেতাকর্মীরা। সেখান থেকে মুড়াপাড়া বাজার এলাকা পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলার হাজারো যুবদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আবু মোহাম্মদ মাসুম বলেন, দেশনায়ক তারেক রহমানকে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। দেশ গঠনে যখন শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন, তা দেখেই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী দোসররা। এমনকি প্রকাশ্যে আওয়ামী প্রেতাত্মারা তাদের নাশকতার পায়তারা চালাচ্ছে। আমরা তাদের হুঁশিয়ার করে দিচ্ছি।
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে ঐক্যবদ্ধ, সজাগ ও সোচ্চার রয়েছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা। এ সময় তিনি যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নামতে প্রস্তুত থাকুন।
বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, যুবদল নেতা মোঃ সোহেল মিয়া, ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদসহ আরও অনেকে।
প্রিন্ট