আরমান হোসেনঃ
গাজীপুর মহানগর কাশিমপুরের ভবানীপুর এলাকায় রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় ছিন্নভিন্ন কঙ্কাল উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ।
গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন ২ নং ওয়ার্ডের ভবানীপুর এলাকার বিগ বস গার্মেন্টস সংলগ্ন লতিফপুর বাজার-ভবানীপুর প্রাইমারি স্কুল সড়কের পাশে হাতের হাড়, পায়ের হাড়, মেরুদণ্ডের হাড়, মাথার খুলি ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, আজ সকালে ছোট বাচ্চারা ঘটনাস্থলের পাশে মাঠে ফুটবল খেলতে গেলে দুর্গন্ধ পায়। দুর্গন্ধ পাওয়ার পর তারা পাশে থাকা তাদের বড় ভাইকে জানায়। এরপর তিনি দুর্গন্ধের উৎসের দিকে এগিয়ে যান এবং দেখতে পান বস্তাবন্দি অবস্থায় মানব কঙ্কাল। তখনই তিনি ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে অবগত করলে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ছিন্নভিন্ন মানব কঙ্কাল উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে কাশিমপুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ৯৯৯ নম্বারে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি এবং কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫