আবুল হোসেনঃ
রাজবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৮০ বছর উদযাপন উপলক্ষে তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই শুক্রবার বিকেল ৪ টায় গোয়ালন্দ শহরের রোকন উদ্দিন প্লাজায় তৃতীয় তলায় গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে উদযাপন কমিটি।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের ছাত্র, উদযাপন কমিটির আহবায়ক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যাপক ফকির মোঃ নুরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আশরাফুল আলম।
সভায় আগামী ২৫ ডিসেম্বর তারিখে এ অনুষ্ঠানটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন ব্যাচ হতে প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থীদের মধ্যে রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ আব্দুল কাদের, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মোল্লা, ব্যবসায়ী মজিবর রহমান, হামিদুল হক বাবলু, মেজর (অবসরপ্রাপ্ত) ফারুকুজ্জামান ফকির, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, জাতীয় যাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা জহুরুল ইসলাম লাভলু, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সিরাজুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান, অ্যাডভোকেট আরাফাত হোসেন, শিক্ষক আবুল কাশেম, সাংবাদিক আবুল হোসেন, শামীম শেখ, সহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫