মোঃ জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুরে থানার সামনে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংগবদ্ধ চোরেরা দোকান ঘরের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও রুপাসহ ৩ লক্ষাধিক টাকা মূল্যের অলংকার চুরি করেছে বলে জানাগেছে।
সোমবার গভীর রাতে দৌলতপুর থানা বাজারে থানার সামনে হাসপাতাল রোডে বিদ্যান আলী ওরফে বিদ্যা নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত বৃষ্টিঝরা রাতে একদল চোর স্বর্ণ ব্যবসায়ী বিদ্যান আলীর হাসপাতাল রোডের দোকান ঘরের উপরের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও রুপার অলংকার চুরি করে।
যার মূল্য ৩ লক্ষাধিক টাকা হবে। (১৫ জুলাই) মঙ্গলবার সকালে দোকান খুলে চুরির ঘটনা জানতে পেরে ব্যবসায়ী বিদ্যা দৌলতপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও সিসিটিভির ভিডিও দেখে চোর শনাক্তের চেষ্টা করে।
থানার সামনে চুরির বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, হাসপাতাল রোডে স্বর্ণের দোকানের টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫