আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাড়িতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে পালানু বর্মন (৫৪) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের দামইল গ্রামের পার্শ্ববর্তী কিষাণ খাড়িতে এই ঘটনা ঘটে।
মৃত পালানু বর্মন উপজেলার রাধানগর ইউনিয়নের দামইল গ্রামের মৃত মিষ্টি বর্মনের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, আনুমানিক দুপুর ১২ দিকে মৃত পালানু বর্মন অতি বৃষ্টিতে পার্শ্ববর্তী খাড়িতে জাল দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাসা থেকে বেড়িয়ে যায়। সেখানে জাল নিয়ে গেলে কোন এক সময় পা পিছলে পানিতে পড়ে তলিয়ে যায়। অনেকক্ষণ বাড়ি না আসায় পরিবারের লোকজন ও স্থানীয়রা পার্শ্ববর্তী খাড়িতে খুঁজতে গেলে দেখে খাড়ির পাড়ে জাল পড়ে আছে তখন সেখানে খোঁজখুজির এক পর্যায়ে কিছু দূরে দেখে তার লাশ খাড়ির এক পাড়ে আটকে আছে।
পরে বিকেলে সারে ৩টার দিকে পরিবারের লোকজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে যায়। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫