“ভিক্ষা নয়, সহায়তা দিয়ে স্বাবলম্বী করাই আমাদের লক্ষ্য’’ এই কথাটি সামনে রেখেই মুজিব শতবর্ষ উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধারাবাহিক উন্নয়ন কাজের সাথে “আমেনা রশিদ ফাউন্ডেশন” নানা ভাবে কাজ করে যাচ্ছে। এলাকার প্রতিবন্ধি মানুষদের ভিক্ষা অভ্যাস না করে প্ররিশ্রমের মাধ্যমে জীবন ধারন করার অভ্যাস গড়ে তুলার জন্য নানা মুখী পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনটির।
তারই ধারাবাহিকতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে প্রতিবন্ধিদের মাঝে ব্যাটারী চালিত অটো ভ্যান প্রদান করেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা মো. ঈদ্দিস আলী মোল্যা।
রবিবার সকাল ১১ টায় সালথা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার নটখোলা গ্রামের উজ্জল শরিফের প্রতিবন্ধি ছেলে শিমুল শরিফের হাতে ভ্যান গাড়িটি তুলে দেন সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পক্ষে মোঃ সাহেবুল ইসলাম, আঙ্গুর মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যাবসায়ী বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ঈদ্দিস আলী মোল্যা বলেন, সমাজের দুস্থ অসহায় মানুষের সেবা করাই আমাদের ফাউন্ডেশনের মুল লক্ষ। পর্যয়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করার চেষ্টা করবো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha