মানিক কুমার দাসঃ
ফরিদপুরে জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে জেলার ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র ” উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের ফরিদপুর উচ্চ বিদ্যালয় মার্কেট ও সোনালী ব্যাংকের মোড়ে ফরিদপুর পৌর এলাকার ফাবিহা ল্যান্ড কনসালটেন্সি ফার্ম ১৭ নাম্বার লাইসেন্স ও অনলাইন ভূমি সেবা কেন্দ্র ১৬ নং লাইসেন্স ইমরান হোসেন ও নাজমুল হাসান ফাহিম এর ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব - রামানন্দ পাল।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারি কমিশনার ভূমি- মো: শফিকুল ইসলাম,ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব পিয়াল, অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা উত্তম কুমার দত্ত সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উদ্বোধনের মধ্যে দিয়ে জেলা সদর সহ বিভিন্ন উপজেলার ২৭টি কেন্দ্র সোমবার থেকে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র কার্যক্রম চালু করা হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক -রাজস্ব রামানন্দ পাল জানান, জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে জেলায় ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। তিনি আরো জানান, ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পয়েন্ট। এখান থেকে জেলার জনসাধারণ সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানি মুক্তভাবে সেবা পাবেন।
ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ, কবুলিয়ত ফরম পূরণ ও সহকারী কমিশনার ভূমি বরাবর দাখিল, অর্পিত সম্পত্তি লিজ নবায়ন আবেদন পূরণ ও দাখিল, পরিত্যক্ত সম্পত্তি লিজ ভাড়ার আবেদন পুরনো ও দাখিল, মোজা ম্যাপ বা নকশার আবেদন প্রস্তুত, দাখিল ফি জমা এবং নকশা বা ম্যাপ গ্রহণ ও বিতরণ, বিভিন্ন প্রকারের মিস কেস আবেদন প্রস্তুত কাগজাদী আপলোড ও দাখিল সহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫