কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক প্রেমিকা। শুক্রবার ভোর থেকে ওই উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত প্রেমিক নাজমুল ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। অনশনকারী তরুণী একই এলাকার বাসিন্দা ও কুষ্টিয়ার একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
সরেজমিনে দেখা গেছে, নাজমুলের বাড়িতে ওই প্রেমিক যুগলকে নিয়ে সালিশ বসানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করছেন।
কয়া ইউনিয়নের মেম্বর শিহাব বলেন, দুজনই এলাকার। কয়েক মাসের প্রেম। শুক্রবার সকালে মেয়েটি বিয়ের দাবিতে ছেলের ঘরের দরজায় বসে অনশন শুরু করে। আমরা মিটমাটের চেষ্টা করছি।
সালিশে উপস্থিত প্রেমিকার অভিভাবক বলেন, আমরা পারিবারিকভাবে বসেছি। দুজনের বিয়ের ব্যবস্থা করা হবে।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। আমরা খোঁজ নিয়ে দেখছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha