ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে বিদেশি অস্ত্র, ফেন্সিডিল ও গাঁজাসহ মো. আব্দুস সালাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
আজ রবিবার (১৩ জুলাই) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আব্দুস সালাম দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
দুপুর পৌনে ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ঠোটারপাড়া বিওপির আওতাধীন মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫.৭ কেজি গাঁজা এবং দুটি মোবাইল ফোনসহ আব্দুস সালামকে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫