আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপে কেটে ভিম ঘোষ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর গ্রামের শ্রী আনন্দ ঘোষের ছেলে।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪ টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এই ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম জানান, শুক্রবার দুপুর খেয়ে নিজ শয়ন কক্ষে ভিম ঘোষ ঘুমাচ্ছিল।
ঘুমানো অবস্থায় কোন এক সময় সাপে কামড় দিলে সে ব্যাথায় চিৎকার করলে বাসার লোকজন ও আত্মীয় স্বজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫