রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে শনিবার ৭ আগস্ট প্রথম দিনে ৬হাজার ৬শ’ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে। পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ১১টি টিকাদান কেন্দ্রের ৩৩টি বুথে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনপূর্বক নিবন্ধন করে করোনার টিকাগ্রহণ করে জনসাধারণ।
জানা যায়, শনিবার সকাল-সকাল করোনার টিকাগ্রহণের জন্য শতশত নারী ও পুরুষ জাতীয় পরিচয়পত্র নিয়ে সংশ্লিষ্ট টিকাকেন্দ্রে সমবেত হয়।
এ সময় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান কার্যক্রমে সহযোগিতা করে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পাংশা গার্লস হাইস্কুল টিকাদান কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানাত আল মতিন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস, পাংশা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক সান্তনা দাস, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর তৈয়বুর রহমান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বিভিন্ন ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে মনিটরিং করেন।
এছাড়া ব্যানারসহকারে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন স্বেচ্ছাসেবক টিম ১১টি টিকাদান কেন্দ্রে কার্যক্রমে সহযোগিতা করেন। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা স্বাস্থবিধি মেনে জনসাধারণের টিকাগ্রহণের আহবান জানায়। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সূত্র জানায়, প্রথম দিনে পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ১১টি কেন্দ্রের ৩৩টি বুথে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনপূর্বক নিবন্ধনের মাধ্যমে ৬হাজার ৬শ’ ডোজ টিকা প্রদান করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলে।
প্রসঙ্গতঃ শনিবার প্রথম দিনে পাংশা পৌরসভার পাংশা উচ্চ বালিকা বিদ্যালয়, বাহাদুরপুর ইউপির সেনগ্রাম ফাজিল মাদরাসা, হাবাসপুর ইউপির হাবাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যশাই ইউপির যশাই ইউনিয়ন পরিষদ, মাছপাড়া ইউপির মেঘনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাবুপাড়া ইউপির ব্রহ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মৌরাট ইউপির রূপিয়াট দাখিল মাদরাসা, পাট্টা ইউপির বয়রাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরিষা ইউপির প্রেমটিয়া-শরিষা উচ্চ বিদ্যালয়, কলিমহর ইউপির পরানপুর-দুরশনদিয়া দাখিল মাদরাসা ও কসবামাজাইল ইউপির কেওয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়।