আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুর সহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ করা হয়েছে। ১০ জুলাই ২০২৫.বৃহস্পতিবার চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসির ফলাফল তুলনামূলক কম হওয়াই,বোর্ডের পাসের হার ৬৭.০৩ শতাংশ।
এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ৭৮২ টি বিদ্যালয়ের মধ্যে মাত্র ৪৮ টিতে শতভাগ পাস করেছে।
তবে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১৩ টি। এ বছর দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৮২ হাজার ২৩৪ জন পরিক্ষার্থী।
১ লাখ ৮২ হাজার ২৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন শিক্ষার্থী,তবে পাসের হারের পাশাপাশি কমেছে জিপিএ ৫ এর সংখ্যা।
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এবার ২ হাজার ৭৮২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৮০ টি কেন্দ্রে ১ লাখ ৮২ হাজার ২৩৪ জন পরিক্ষার্থী অংশ নেয়।
এবার ফলাফলে এগিয়ে ছাত্রীরা।
ছাত্রী পাসের হার ৬৯.৭৮ এবং ছাত্র পাসের হার ৬৪.৩৮। জিপিএ ৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ৭ হাজার ৫৪৬ জন ও জিপিএ ৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৭ হাজার ৫১৬ জন।
দিনাজপুর শিক্ষাবোর্ডের ফলাফল খারাপের পিছনে শিক্ষাবিদ অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন এইটা প্রকৃত ফলাফল,নবম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা শর্ট সিলেবাস থেকে লং সিলেবাসে আসার কারণেই ফলাফলে ধস নেমেছে,প্রতিবছর সরকার পাসের হারে উদারতা দেখায় এবার সরকার কোন উদারতা প্রদর্শন করেনি এটিই একটি কারণ।
অধ্যাপক জলিল আহমেদ বলেছেন আর্থিক অসঙ্গতির কারণে অনেক শিক্ষার্থীই ঝরে পড়ে, কোচিং নির্ভরতা এবং ফেসবুক ইউটিউব ইত্যাদি পরিচালনায় অন্যতম কারণ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫