ইসমাইল হােসেন বাবুঃ
বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হয়, (ততদিন পর্যন্ত) শুধু নেতা আর দলের পরিবর্তন করলেই দেশে শান্তি আসবে না। দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় ইসলামী আন্দোলনের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, প্রশাসনকে এখনো ঢেলে সাজানো হয়নি। তাই দুদিন আগে হোক আর পরে হোক, সংস্কার ব্যতীত সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়।
‘জাতীয় সংসদ গঠনে উত্তম পদ্ধতি পিআর নির্বাচন’ মন্তব্য করে চরমোনাই পীর বলেন, বিএনপিও জাতীয় সংসদ গঠন করতে চায়। সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব আদর্শের মানুষ সংসদে যেতে পারবে। তাহলে সার্বজনীন সংসদ হবে। সর্বজনীন সংসদ হলে প্রত্যেকের দাবি-দাওয়া সংসদে পেশ করতে পারবে। রাস্তায় হরতাল করতে হবে না।
এসময় বিএনপিকে উদ্দেশ করে ফয়জুল করীম বলেন, “দেশের মানুষ ব্যবসা করতে পারছে না। আমাদের মা-বোনরা ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারছে না। আজকে যুবক সন্তানরা থাকতে পারছে না। দেখেন পাবলিক বলছে, আমি না—‘বিএনপির কী গুণ? ৯ মাসে দেড়শ খুন; চাঁদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে’। এটা দেখার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম?’
কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় গণসমাবেশের আয়োজন করে কুমারখালী ও খোকসা উপজেলা ইসলামী আন্দোলন। বিকেল ৩টা থেকে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সন্ধা ৬টা ২৪ মিনিটে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি সৈয়দ ফয়জুল করীম।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫