মো. নূর-ই-আলম (কাজী নূর)ঃ
যশোর জেলা স্কুলে ১৩ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে একটি দশতলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সোয়াইব হোসেন, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদিন, সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দীন, হোসনেআরা পারভীন, এবং সিনিয়র শিক্ষক আনিছুর রহমান, সেলিম রেজা, নজরুল ইসলাম খান, কামরুজ্জামান, মনিরুজ্জামান প্রমুখ।
মার্ক কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ভবনের নির্মাণ কাজ করছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এস এম মালিকুল রহমান জানান, আগামী তিন বছরের মধ্যে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হবে।
এই নতুন একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫