মোঃ আমিন হোসেন
ঝালকাঠির নলছিটি উপজেলায় স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক মা ও তার ছেলে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা (এফিডেভিট) সম্পাদনের মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেন।
ধর্মান্তরিত হওয়া প্রীতিশ মল্লিকের নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান মল্লিক এবং তার মায়ের নাম রাখা হয়েছে ফাতেমা মল্লিক। তাদের পৈতৃক বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার আলীপুর গ্রামে হলেও বর্তমানে তারা বসবাস করছেন ঝালকাঠির নলছিটির চর ষাটপাকিয়া এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পে।
নওমুসলিম ফাতেমা মল্লিক বলেন,ইসলাম পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম। আমরা অনুধাবন করেছি, একমাত্র ইসলামই পরকালে মুক্তির পথ দেখাতে পারে। সেই উপলব্ধি থেকেই আমরা সুস্পষ্ট জ্ঞান ও বোধের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল-আমিন বলেন,মা-ছেলে দুজনেই আমার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহ প্রকাশ করেন। পরে আমি তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ধর্মান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করি।
তিনি আরও বলেন,তাদের এই নবজীবনের যাত্রায় আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫