শুভাশীষ ভট্টাচার্য্য তুষারঃ
পাবনার চাটমোহর উপজেলার গুমানী নদী থেকে ভাসমান অবস্থায় ৪/৫ বছর বয়সী অজ্ঞাতনামা অর্ধগলিত এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাটেঙ্গা নদী পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
গুমানী নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে,নদীর স্রোতে শিশুটির লাশ ভেসে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম আজকের পত্রিকাকে জানান,লাশটি নদীর স্রোতে ভেসে এসেছে। এটি অর্ধগলিত। গায়ে পোকা ধরে গেছে। সম্ভবত ৫/৬ দিন আগের হবে লাশটি।
পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করা হয়েছে। আশপাশের থানায় খবর দেওয়া হয়েছে। কন্যাশিশুর লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫