মানিক কুমার দাস
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এর অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ছয় দফা দাবির সমর্থনে ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে উক্ত কর্মসূচি পালন করে সংগঠনটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ সুলাইমান।
এ সময় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক কর্মকর্তা শামীম আজাদ, হেলথ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ আসাদ, স্বাস্থ্য সহকারী মুজিবুর রহমান, মিরাজুল ইসলাম, তৈয়বুর রহমান, সালমা শরীফ ও জামাল উদ্দিন খান।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ সময় ফরিদপুরের নয়টি উপজেলার স্বাস্থ্য সহকারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা ছয় দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় তারা বেতন ও গ্রেডিংয়ের বৈষম্য তুলে ধরে এর অবসান দাবি করেন।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ জুলাই ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। এছাড়া 'শাট ডাউন' কর্মসূচিও পালন করা হবে বলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়।
তারা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখযোগ্য ছয় দফা দাবি:
১. নিয়োগ বিধি সংশোধন
২. শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান পাস সংযুক্ত করা
৩. স্বাস্থ্য সহকারীদের ১৪তম গ্রেড এবং আইদের ১২তম গ্রেড প্রদান
৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ
৫. টেকনিক্যাল মর্যাদা প্রদান
৬. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড প্রদান
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫