ফরিদপুরের আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল শনিবার থেকে আলফাডাঙ্গা পৌরসভা ও ছয় ইউনিয়নে রেজিস্ট্রেশনধারী ২৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
পৌরসভায় সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প থেকে এই কার্যক্রম শুভ সূচনা করা হয়। এসময় উপস্তিত ছিলেন নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, পৌর মেয়র সাইফুর রহমান ও স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নাজমুুল হাসান।
এছাড়া বোর্ড অফিস কার্যালয় থেকে সদর ইউনিয়ন ক্যাম্প থেকে নাগরিকদের জন্যে রেজিস্ট্রেশনধারী পুরুষ ও মহিলাদের মধ্যে করোনা টিকার শুভ উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আহাদুল হাসান আহাদ।এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারুক মোল্লা, সচিব ইউনূচ আজাদ, মহিদুল ইসলাম ও টিকাদানকারী মো.নূরুল আমিন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ৬০০টি টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫