করোনা সংক্রমণ বিস্তাররোধে চলমান লকডাউনে ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামাঞ্চলের ক্ষতিগ্রস্ত দিনমজুর, ভ্যানচালকসহ বিভিন্ন পেশার নিম্নআয়ের শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকালে পৌরসভার নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন ‘বন্ধন যুব সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ৫ কেজি আটা ও ১ কেজি করে ডাল দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা বকুল মুন্সি, জিন্নু রাইন, সংগঠনটির আহবায়ক মো. শাহাবুদ্দিন মুন্সী, যুগ্ম আহবায়ক মো. আকাশ মিয়া, সদস্য দুর্জয় রহমান অনিক, ফয়সাল রেজা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫